শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

শরণখোলায় নেটওয়ার্কিং পার্টনার মিটিং অনুষ্ঠিত

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)’র উদ্দ্যেগে তিন দিন ব্যাপি নেটওয়ার্কিং পাটনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর উপজেলার রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের সোনাতলা, চাল রায়েন্দা ও জিলবুনিয়া গ্রামে এ মিটিং অনুষ্ঠিত হয়।

সিআইএস এর প্রজেক্ট অফিসার মোঃ গোলাম রসুল এর সঞ্চালনায় ও ইউপি সদস্য মোঃ কাওসার আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনজিও সমম্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন । উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রেড ক্রিসেন্ট প্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সিআইএস এর বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, যে কোন দূর্যোগ সম্মিলিত ভাবে মোকাবেলা করা সহজ। সিআইএস স্বল্প আয় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান। সিআইএস সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। তারই অংশ হিসেবে তিন দিন ব্যাপি এ মিটিং অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক