রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

পুলিশ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
জানুয়ারি ২১, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : খুনসহ ডাকাতি মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু (২৪) কে পুলিশ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। ২০ জানুয়ারি খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম র‍্যাব-৬ এর সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাধুর মার্কেট এলাকা হতে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ১৪ জানুয়ারি কেএমপি’র খুলনা সদর থানাধীন ৫৯ শেরে বাংলা রোড আমতলা এলাকায় একটি খুনসহ ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। এ ঘটনায় শহীদ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন বাইন কৈয়ার মুখের ভিতর অন্তর্বাস ঢুকিয়ে দিয়ে মুখ গামছা দিয়ে বেধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ অনুমান দুই লাখ টাকা লুট করে। এ ঘটনায় নিহতের ভাই সুবোল বাইন এজাহার দায়ের করে। পরে খুলনা থানার মামলা নং-১৩, তারিখ ১৬/০১/২০১৭ ধারা-৩৯৬ পেনাল কোড রুজু করা হয়। মামলা তদন্তাকালীন সময়ে আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু সহ অন্যান্য আসামীরা অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। আদালতে অভিযোগপত্র দাখিলের পর সে জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে সে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাধুর মার্কেটে ছদ্মবেশে রং মিস্ত্রি ও মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতো এবং জনৈক সুমির টিন শেডের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে তার স্ত্রী মলি ও চার সন্তান নিয়ে বসবাস করত। পরবর্তীতে বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজুকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজু মুন্সি ওরফে গালকাটা রাজু এই মামলা ছাড়াও একাধিক ফৌজদারী মামলার আসামী।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক