বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

দেশেই হচ্ছে “জিরা চাষ”

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
মার্চ ২৮, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ

ফজলে রাব্বি, নলডাঙ্গ (নাটোর) প্রতিনিধি : প্রথম বারের মতো নাটোরের নলডাঙ্গায় পরীক্ষামূলক ভাবে মসলা জাতীয় ফসল হিসাবে কৃষক পর্যায়ে জিরা চাষ শুরু হয়েছে। এলাকার কৃষকরা পরীক্ষামুলক জিরা চাষে বেশ সফলতাও পেয়েছে। কৃষি বিভাগের নানা ধরণের সহযোগিতায় মুদ্ধ হয়ে এবং জিরার ফলনে খুশী হয়ে আগামীতে কৃষকরা বানিজ্যিক ভাবে জিরা চাষ সম্প্রসারণ করার ইচ্ছে পোষণ করেছেন অনেক কৃষক।

জিরা চাষী আসাদুল ইসলাম বলেন,কিছু জমিতে নিয়ম মেনে সঠিক পরিচর্যায় এর আবাদে ভাল সফলতা পেয়েছি। আগে জানলে আরো বেশী জমিতে জিরার চাষ করতাম। তবে আগামী বছর আরো বেশী জমিতে জিরার চাষ করবো।

উপ-সহকারী কৃষি কর্মকতা,শরিফুল ইসলাম বলেন, প্রথমবারের মত জিরার আবাদে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছি। এই সফলতায় তিনিও খুশী।

নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ কিষোয়ার হোসেন বলেন, মসলা জাতীয় ফসল হিসাবে কৃষক পর্যায়ে পরীক্ষামূলক জিরা চাষ বেশ ভালো হওয়ায় আশাবাদি তারা। এ এলাকার মাটি ও আবহওয়া জিরা চাষের উপযোগি হওয়ায় আগামীতে কৃষক পর্যায়ে বানিজ্যিক ভাবে জিরা চাষ সম্প্রসারণ ঘটানোর উদ্যোগ নেওয়ার হবে। আর বেশী জিরা চাষ করে আমদানি খরচ কমানো সম্ভব। কৃষক পর্যায়ে মসলা জাতীয় ফসল জিরা চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় ভাবে একদিকে যেমন জিরার উৎপাদন বৃদ্ধি পাবে,সেই সাথে জিরার আমদানি নির্ভরতা কমানো গেলে দেশের বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক