বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

কৃষকদের স্বপ্ন ভাঙল দুর্বৃত্তরা

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
মার্চ ১৩, ২০২৪ ১২:৫৬ পূর্বাহ্ণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার বাসুদেরপুর কৃষি ক্ষেতেফসলে ঘাসমারা ওষুধ ছিটিয়ে ৮ জন কৃষকের প্রায় ১০ বিঘা পিঁয়াজের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের আজিজুল ইসলাম, শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেনসহ ৮ জন কৃষক প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) নলডাঙ্গা থানা ও উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, তারা জমি লিজ নিয়ে পেঁয়াজ রোপণ করেন। কিন্তু রাতে শত্রুতা করে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে দুর্বৃত্তরা। আমাদের কৃষকদের লাগানো পেঁয়াজে পচন ধরে নষ্ট হয়ে গেছে।

নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কিষোয়ার হোসেন জানান,বিষয়টি জানার সাথে সাথেই নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনার মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক