বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

বিদ্যুৎস্পৃষ্ঠে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
আগস্ট ৩১, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ঠে দুলাল (২২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃতু হয়েছে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে ঘটনাটি ঘটে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামের লালমিয়া সরদারের পূত্র মোঃ দুলাল সরদার নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বড় ভাই মানিকের ঘর থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে পাঁচশত গজ দুরে সেচ মর্টারের লাইনের সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ ওই মেশিন চালু করলে বিদ্যুতায়িত হয়ে পড়ে দুলাল। মাঠে কাজরত অবস্থায় তার বাবা লাল মিয়ার বিষয়টি দেখে চিৎকার করলে লোকজন জড়ো হয়। পরে তারা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই বারেক সরদার বলেন, বিদ্যুৎ লাইনের সংযোগ মটারের সাথে দিতে গিয়ে সে ভুলে আর্থিং এর লাইনে দিয়ে ফেলায় এ দূর্ঘটনা ঘটেছে।
শরণখোলা, বাগেরহাট

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত