শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

মতবিরোধ ভূলে মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হন : কেন্দ্রীয় সভাপতি এরশাদ

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : সকল প্রকার মতবিরোধ ভূলে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ এরশাদ হোসেন। ১০ ফেব্রুয়ারী বিকেলে বাগেরহাটের শরণখোলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধার সন্তান এফএম তসলিম রেজার সভাপতিত্বে ও রাসেল মীর এর সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ খালেক খাঁন, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সহকারী কমান্ডার আব্দুল মালেক জোমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুদ্ধহত ও শহীদ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (লিটন), আইন বিষয়ক সম্পাদক সিফাত আহমেদ হিরো, সদস্য মোঃমনোয়ার হোসেন, মাসুম বিল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার সন্তান খলিলুর রহমান, মনিরুজ্জামান লিটন, রফিকুল ইসলাম।

প্রধান অথিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এরশাদ হোসেন বলেন, দেশ আজ দুটি ভাগে বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অন্যটি স্বাধীনতা বিরোধী চক্র। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও আগামী দিনের নেতৃত্ব তৈরীর লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগীতা কামনা করেন।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক