সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

শরণখোলায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
অক্টোবর ১৬, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হত দরিদ্র হাফেজ আকন (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর পর নারকেল গাছে তার লাশ আটকে ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার রাজেশ্বর গ্রামের বিরান কুলুর বাড়িতে নারিকেল গাছে অধিক ফলনের লক্ষ্যে অতিরিক্ত পাতা কাটতে ওঠেন হাফেজ আকন। এ সময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার থাকায় নারিকেল গাছ বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন ও অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার। লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক