শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

শরণখোলায় গভীর রাতে বাল্য বিবাহ পন্ড করলেন ইউএনও

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তা পন্ড করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম। ২২ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে মোঃ আঃ সোবাহান তার স্কুল পড়ুয়া কন্যা ইসরাত জাহানকে বিবাহ দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় প্রশাসনের উপস্থিতি টেরপেয়ে বর ও তার সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারার অপরাধে কনের পিতা সোবাহানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড করবেননা বলে মুছলেকা দেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই অভিযানে অংশ নেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামীম বলেন, বাল্য বিবাহ দেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে তা বন্ধ করা হয়েছে। এলাকায় যাতে এ ধরনের কর্মকান্ড কেউ না করে তাই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক