রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল খাকায় একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পাঁচদিন পর ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকালে দিকে সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্টে হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ জানান, ১০ সেপ্টেম্বর ১৭ জেলে নিয়ে বরগুনা জেলার পাথরঘাটার উপজেলার বাদুরতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী আ. সালাম এর এফবি মা নামের ট্রলারটি সাগরে ইলিশ ধরতে যায়। মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠার পর ফিশিং ট্রলাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রলারটি ভাসতে ভাসতে বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে মাঝি জামাল মিয়া ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করেন। এরপর আবারও তারা নেটওয়ার্ক আওতার বাইরে চলে যায়। ট্রলার মালিক আ. সালাম কোষ্টগার্ডের সহায়তা চাইলে আধুনিক প্রযুক্তির সহয়তায় ট্রলারের অবস্থান শনাক্ত করে জেলেদের উদ্ধার করা হয়। ট্রলারে পর্যাপ্ত খাদ্য থাকায় তারা বড় ধরণের কোনো সমস্যায় পড়েননি। উদ্ধার জেলেদের পাথরঘাটার কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের স্বজনদের কাছে তুলে দেয়া হবে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক