সোমবার , ২৩ অক্টোবর ২০২৩ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

দুই বছর কোনো পদ পাবেন না জাহাঙ্গীর : আজমত উল্লা খাঁন

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
অক্টোবর ২৩, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাধারণ ক্ষমায় পুনরায় দলে ফিরলেও আগামী দুই বছর দলে কোনো পদ পদবি পাবেন না বলে জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খাঁন।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দল তাকে প্রাথমিক সদস্যপদ দিয়েছে। তবে, শর্ত সাপেক্ষে আবারও আওয়ামী লীগের ক্ষমা পেয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দলে ফেরানোর কথা জানানো হয়।

চিঠিতে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করার কথা উল্লেখ করা হয়। পরে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম। দলে ফিরিয়ে নেওয়ায় তিনি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০১৮ সালে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর আলম।

২০২১ সালের ৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

পরে সিটি করপোরেশনের মেয়রের পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। চলতি বছরের ২১ জানুয়ারি জাহাঙ্গীরকে দলে ফেরানো হয়।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক