রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

সংসদীয় আসন-৯৮, বাগেরহাট-৪ আসনে শরণখোলার সাংসদ নির্বাচিত হননি কেউ!

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
জুলাই ৩০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

জামিল হোসেন দলীয় মনোনয়ন পেতে গনসংযোগ চালাচ্ছেন

মাসুম বিল্লাহ : সংসদীয় আসন ৯৮ উপকূলীয় উপজেলা মোড়েলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৪ আসন গঠিত। এর মধ্যে শরণখোলা উপজেলা ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা প্রায় এক লক্ষ। দক্ষিনবঙ্গের এ উপজেলার সীমানা শেষ হলেই বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবন এবং সুন্দরবনের সীমানা শেষে বঙ্গোপসাগর। ঘুর্ণিঝড়, জলোচ্ছাস সহ প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে উপকূলীয় এ উপজেলার মানুষের বসবাস।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাগেরহাটের শরণখোলার মানুষের ভূমিকা অবিস্মরণীয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও মুক্তিযুদ্ধের চারণভূমি নামে খ্যাত ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরাধীন শরণখোলা উপজেলাকে শত্রæমুক্ত করতে ১৮ ডিসেম্বর বিকেল পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে। রাজনৈতিকভাবেও শরণখোলা উপজেলার মানুষ কখনো পিছিয়ে থাকেননি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, সিপিবি সহ প্রতিটি রাজনৈতিক দলে জাতীয় পর্যায়ের নেতা রয়েছেন এ উপজেলায়। এ পর্যন্ত ১১ বার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ছয়, জামায়াত ইসলামী দুই, জাতীয় পার্টি এক, সতন্ত্র এক বার ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারী অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করেন। সর্বশেষ ২০২০ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার মোজাম্মেল হোসেন এর মৃত্যুতে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন। তবে, এ পর্যন্ত যে কয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সকলেই মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা। পক্ষান্তরে শরণখোলা উপজেলার কোন প্রতিনিধি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেননি।

বিগত ৮ম, ৯ম, ১০ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে শরণখোলা উপজেলার একমাত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ জামিল হোসাইন দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গনসংযোগ, কর্মীসভা ও অভিমানে দূরে সরে যাওয়া তৃনমূলের নেতাকমীদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। পেশায় একজন উদ্যোক্তা হলেও প্রায়ই নির্বাচনী এলাকায় ছুটে আসেন। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার সহ প্রতিটি মানুষের দ্বারে দ¦ারে পৌঁছে হ্যান্ডবিল ও লিফলেট বিতরনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা প্রচার করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস, বর্ষবরণ, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে হাজার হাজার মানুষকে আমন্ত্রন করে বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকেন।

জানতে চাইলে বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জামিল হোসাইন বলেন, ছাত্র রাজনীতি থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। জাতির জনকের যোগ্য উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিবাবক শেখ হেলাল উদ্দিন যদি আমাকে মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে নিজেকে সমর্পণ করব।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭০ সালে পাকিস্তান আইনসভা নির্বাচন ও ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত ১ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুল আজিজ, ১৯৭৯ সালের ১৮ ফেব্রæয়ারী অনুষ্ঠিত ২য় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আঃ লতিফ খাঁন, ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মোঃ আলতাফ হোসেন, ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র মিয়া আব্বাস উদ্দিন, ১৯৯১ সালের ২৭ ফেব্রæয়ারী ও ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৫ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মুফতি আব্দুস সত্তার আকন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারী অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে বিএনপির আরশাদুজ্জামান, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারী ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ৭ম, ৯ম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোঃ মোজাম্মেল হোসেন বিজয়ী হন। সর্বশেষ ২০২০ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার মোজাম্মেল হোসেন এর মৃত্যুতে আসনটি শূন্য হলে একই বছর ২১ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের আমিরুল আলম মিলন বিজয়ী হন।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক