মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

হে মুজিব : আফজাল হোসেন

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
আগস্ট ৮, ২০২৩ ৩:৩২ পূর্বাহ্ণ

মুজিব মানে, মরুর ধুলোয়, প্লাবন ঝরা বর্ষা
মুজিব মানে, বন্দী জাতির,
মুক্ত হওয়ার ভরসা!
মুজিব মানে, স্বপ্ন জাতির,
মুজিব মানেই নেতা
হেরে যাওয়া, যুদ্ধ ক্ষেত্রে,
মুজিব মানেই জেতা!

মুজিব নামেই, অলস জাতি,
হয় জলোচ্ছ্বাসের স্রোত
মুজিব নামেই, বরফ পাহাড়,
হয় দাবানলের ক্রোধ!
বাঙালি জাতির, শীতল শোণিত, হয় মুজিব নামেই তপ্ত
জাগলে মুজিব, জাতির মাঝে, হয় প্রতিবাদের ওয়াক্ত!

মুজিব মানেই, সত্য পথ,
ন্যায় শাসনের প্রতীক
মুজিব মানেই, ভুল কে ছেড়ে, বেছে নেওয়া সঠিক!
মুজিব মানে, শিরায় শিরায়, শিহরণ আর স্পন্দন
মুজিব মানেই, বাঙালি জাতির, একাত্মতার বন্ধন!

তবে দেশদ্রোহীরা, বুঝলো না তো, এ মুজিব নামের মর্ম
তাকেই মেরে, সৃষ্টি করলো, এক কলঙ্ক মাখা কর্ম
আজও তার খেসারত, দিচ্ছে জাতি, এখনো গভীর রাত
মুজিব নামের, সূর্য উঠলে, আসবে আবার প্রভাত!

আজ দেশ দ্রোহীর, শকুনি থাবা, জেঁকেছে দেশের বুকে
মুজিব সেনা, আয় এগিয়ে, এদের দিতেই হবে রুখে!
সর্ব প্রথম, দেশ আর জাতি,
অন্য সব চুলোয় যাক
মুজিব নামের, মান রাখবো, বিনিময়ে জীবন যাক!

মুজিব মানেই, আশার আলো, হতাশার দিন শেষ
মুজিব মানেই, স্বপ্নে গড়া,
এক সোনার বাংলাদেশ!
শত প্রজন্মের আবেগ মুজিব, ভালোবাসার নীল খাম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শেখ মুজিব যার নাম!

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক