বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন আরো শক্তিশালী : সোহাগ

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
জানুয়ারি ৪, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ভেদ করে জনমতের ভিত্তিতে আবারও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুন্দরবন সংলগ্ন মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা দুটিকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি পথসভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ কথা বলেন।

মোড়েলগঞ্জ পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত আইজপি আব্দুর রহিম খান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, প্রবীর রঞ্জণ হালদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, শফিকুর রহমান লাল ও খান হাসিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সোহাগ আরো বলেন, দলের মধ্যে থাকবে না কোনো গ্রুপিং। নির্বাচনের পরে অগ্রাধিকার ভিত্তিতে মোরেলগঞ্জ পৌরসভায় পানি সাপ্লাই, মিনি স্টেডিয়াম নির্মাণ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীর ব্রিজ নির্মাণ কাজ ত্বরান্বিত ও গোটা এলাকা মাদকমুক্ত করা হবে।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক