সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পাওয়ায় শরণখোলায় আনন্দ মিছিল

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
নভেম্বর ২৭, ২০২৩ ২:১০ পূর্বাহ্ণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় বাগেরহাটের শরণখোলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল এ অংশ নেন। পরে রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমের রুমীর পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।

এদিন বিকেলে উপজেলার পাঁচরাস্তা মোড়স্থ দলীয় অফিসে জড়ো হন নেতা-কর্মীরা। বিকেল ৪টা ২৪ মিনিটের সময় মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করেন নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বিপ্লব, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমের রুমী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন করিম সুমন এসময় উপসস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাগেরহাট-৪ আসন থেকে বর্তমান সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মোশাররফ হোসেন, সাবেক অতিরিক্তি আইজিপি আব্দুর রহিম খাঁন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জামিল হোসেন, মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার, মোড়েলঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. প্রবীর রঞ্জন হালদার, শাহ-ই আলম বাচ্চু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ, কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান জনি, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সোমনাথ দে ও ইমরান হোসেন দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক