রবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

শরণখোলায় অত্যাধুনিক প্রযুক্তির পানি শোধনাগার উদ্ভোধন

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ উপকুলীয় এলাকার জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি সরবারহের কথা চিন্তা করে বাগেরহাটের শরণখোলায় সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পন্ন বিশুদ্ধ পানি শোধনাগার উদ্ভোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে এ শোধনাগারটির শুভ উদ্বোধন ঘোষনা করেন ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে বকুলতলা গ্রামে পানি শোধনাগার এর সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আব্দুল মালেক রেজা, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী ,আওয়ামী লীগ নেতা মাহফুজ হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিল, জমি দাতা সেকান্দার আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় বক্তব্য রাখেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম দেশের বাইরে অবস্থান করায় তার নির্দেশক্রমে পানির প্লান্ট উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক। তিনি আরো বলেন, পানি শোধনাগার থেকে প্রতিদিন দশ হাজার লিটার পানি সরবরাহ সম্ভব হবে। তবে এটা রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক

আপনার জন্য নির্বাচিত