শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্টগ্রাম
  8. জাতীয়
  9. ঢাকা
  10. তথ্যপ্রযুক্তি
  11. ফ্যাশন
  12. বরিশাল
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ময়মনসিংহ

প্রিয় নেতা : মোঃ আফজাল হোসেন

প্রতিবেদক
আপডেট পোস্ট ২৪ ডেস্ক;
আগস্ট ১২, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি বাঙালি জাতির নেতা,
আজ তোমারই জন্য পেয়েছি মোরা
প্রাণ প্রিয় এ স্বাধীনতা৷

কে বলেছে আজ, ‘তুমি নিঃশেষ-মৃত’
তুমি যে মিশে আছো সারা বাংলায়,
এ দেশের মাটির প্রতি পরতে পরতে
সবাই যে শুধু তোমাকেই খুঁজে পায়৷

তুমি এনেছো এক নতুন মানচিত্র
তোমারি জন্য এসেছে চির মুক্তি,
মার্চে তোমার সেই জ্বালাময়ী ভাষণে
জাতি আজও খুঁজে পাই শুভ শক্তি৷

তুমি এনেছো লাল সবুজের পাতাকা
তুমিই যে গড়েছো চির শান্তির নীড়,
তুমি তো জাগিয়েছো এই বাংলায়
সংখ্যায় অগণিত নির্ভীক বীর৷

তোমার পাশে রেখেছিলে যাদের
করেছিলে সাদামনে প্রচন্ড বিশ্বাস,
তাদের ভিতর কিছু বিপথগামী
কেড়ে নিলো তোমার শেষ নিঃশ্বাস৷

যাদের জন্য লড়েছিলে তুমি
চেয়েছিলে জীবন করতে কুরবান,
বুঝলোনা তারা তোমার সে মহিমা
প্রাণ নিয়ে দিলো তার প্রতিদান৷

বাংলার গৌরব যারা নিয়েছিলো কেড়ে
তারা কেউই পায়নি বিন্দুমাত্র ছাড়,
বীর বাঙালির জাতি নিয়েছে প্রতিশোধ
এই মাটিতেই সবার হয়েছে যে বিচার!

মোরা ভুলবোনা কভু সব কীর্তি তোমার
ভুলবোনা কখনও তোমার মৃত্যুর ইতিহাস,
তোমারি আদর্শে গড়বো সোনার দেশ
মিলেমিশে করবো হাজারও মুজিবের চাষ!

সর্বশেষ - নিজস্ব প্রতিবেদক